ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত

প্রকাশিত: ০৫:৪৪, ৫ অক্টোবর ২০১৫

শিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত

স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে ম-পে দুর্গাপুজো আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। শিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত। কর্মীরা প্রণামি সংগ্রহ, সাজসজ্জা প্রভৃতি কাজে ব্যস্ত সময় পার করছেন। খুলনায় এবার ৮৬৩টি ম-পে দুর্গাপুজোর আয়োজন চলছে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব। খুলনা মহানগর ও জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, খুলনায় এবার ৮৬৩ ম-পে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে পাইকগাছা উপজেলায় ১৩৯, কয়রায় ৪৬, ডুমুরিয়ায় ১৭০, দিঘলিয়ায় ৬১, ফুলতলায় ২৯, তেরখাদায় ৯২, রূপসায় ৬৯, বটিয়াঘাটায় ৯৬, দাকোপ উপজেলায় ৭৫ এবং খুলনা মহানগরী এলাকায় ৬৮টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন কমিটির একাধিক নেতা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবার দুর্গোৎসবের ব্যয় প্রায় দ্বিগুণ বেড়েছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। প্রতিসেট প্রতিমা তৈরিতে খরচ বেড়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। মোটামুটিভাবে একসেট প্রতিমা তৈরিতে মোট ব্যয় হচ্ছে গড়ে ৭০ থেকে ৮০ হাজার টাকা।
×