ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক নিয়ে বিরোধ চারঘাটে দুই গ্রুপে সংঘর্ষে আহত পাঁচ

প্রকাশিত: ০৫:৪৪, ৫ অক্টোবর ২০১৫

মাদক নিয়ে বিরোধ চারঘাটে দুই গ্রুপে সংঘর্ষে আহত  পাঁচ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে মাদক বিক্রিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদক ব্যবসায়ী কালাম গ্রুপের সঙ্গে পরিবহন ব্যবসায়ী তজিম গ্রুপের রবিবার সকাল ১০টার দিকে উপজেলার টাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে তজিম গ্রুপের তজিম ও তার ছেলে ফারুক হোসেন এবং কালাম গ্রুপের কালাম ও তার ভাতিজা উজ্জ্বলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একমাস আগে জেলার পুঠিয়া উপজেলার বিড়ালদহ বাজারে ফেনসিডিল বহনকালে পুলিশের হাতে আটক হয় ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ মিঠুন ও ইমা পরিবহনের চালক কালাম। ওই ঘটনাকে কেন্দ্র করে তজিমের সঙ্গে কালামের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রবিবার সকালে তজিমের ছেলে ফারুক হোসেন মোটরসাইকেলযোগে টাঙ্গন বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে কালামের ভাতিজা উজ্জ্বল তাকে মারধর করে। এ খবর তজিম ও কালাম জানলে উভয়ের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×