ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তালতলীতে ইউপি কমপ্লেক্স নির্মাণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৫, ৫ অক্টোবর ২০১৫

তালতলীতে ইউপি কমপ্লেক্স নির্মাণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ অক্টোবর ॥ রবিবার সকালে তালতলী উপজেলার কড়াইবাড়িয়া বাজারে ইউনিয়নের কয়েক হাজার জনগণ ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কমপ্লেক্স নির্মাণের দাবি ও চেয়ারম্যান ইউপি সদস্য রেদওয়ান সরদারকে মারধর করার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কড়াইবাড়িয়া বাজারে নির্মাণের জন্য ওই বাজারের বাসিন্দা আঃ মন্নান তালুকদার ৩৩ শতাংশ জমি নামমাত্র মূল্যে ইউনিয়ন পরিষদের নামে দলিল দিয়েছে। ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মাস্টার তার স্বীয় স্বার্থে ওই জমিতে কমপ্লেক্স নির্মাণ না করে বাড়ি সংলগ্ন হেলেঞ্চাবাড়িয়া গ্রামে কমপ্লেক্স নির্মাণের অশুভ তৎপরতা শুরু করেছে। এ ঘটনা ফাঁস হলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। নড়াইলে জমি নিয়ে হামলায় আহত
×