ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পেট্রোল বোমায় নিহতদের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৬, ৫ অক্টোবর ২০১৫

কক্সবাজারে পেট্রোল বোমায় নিহতদের লাশ কবর থেকে উত্তোলনের  নির্দেশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেট্রোল বোমায় কুমিল্লায় নিহত কক্সবাজারের চকরিয়ার দুইজনের লাশ সাত মাস পর কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালতের হাকিম। অধিকতর তদন্তের স্বার্থে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার দায়ের বিশেষ ক্ষমতা আইনে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে প্রায় সাত মাস পর লাশ দুটি উত্তোলন ময়নাতদন্তের নির্দেশনা সংক্রান্ত চিঠি ইতোমধ্যে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চকরিয়া থানায় প্রেরিত হয়েছে। ওই চিঠিতে চৌদ্দগ্রামে বোমা হামলায় নিহত চকরিয়ার তিনজনের মধ্যে দক্ষিণ পহরচাঁদা গোবিন্দপুর গ্রামের ছালেহ আহমদ সওদাগরের ছেলে ইউছুপ ও একই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে রাশেদুল ইসলাম বাদশার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র জানায়, নিহতদের মধ্যে একটি ছাড়া অন্য লাশ ময়নাতদন্তবিহীন দাফন করার ফলে মামলার ভবিষ্যত কাঠামো দুর্বল হওয়ার আশঙ্কায় এ ব্যাপারে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা কয়েকবার বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্তের আলোকে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি আদালতে লিখিত আবেদন করলে আদালত নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।
×