ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বড় মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৭, ৫ অক্টোবর ২০১৫

নীলফামারীতে বড় মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শত বছরের পুরনো নীলফামারীর বড় মাঠ অবৈধ দখলমুক্ত ও মাঠের পরিবেশ ফিরিয়ে এনে ঐতিহ্য রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে জেলার সর্বস্তরের মানুষ। রবিবার বেলা ১১টায় সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ব্যানারে শহরের ডিসি চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্রিড়া সংগঠনের খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা কাদামাটিতে ভরা বড় মাঠে অবস্থান নিয়ে ধানের চারা রোপণ করে। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে বক্তব্যে রাখেনÑ সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, স্বচিবের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন, অধ্যক্ষ সারোয়ার হোসেন মানিক, সাবেক ফুটবলার বঙ্কু বিহারি রায়, সাবেক খেলোয়াড় ওয়াদুদ রহমান, সদর উপজেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তী, সাবেক খেলোয়াড় জ্যোতিনময় রায় খোকন, মহসীন রেজা রূপম, তরিকুল ইসলাম গোলাপ, ভুবনমহন তরফাদার, বঙ্কু বিহারি রায়, ক্রীড়া সংগঠক অধ্যাপক শামিমা রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ১৯১৪ সালে শহরে প্রাণ কেন্দ্রে ১৩ দশমিক ২৪ একর জমিতে তৈরি বড় মাঠটি প্রতিদিনই একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। বছরজুড়ে সরকারী- বেসরকারী বিভিন্ন মেলা, কোরবানির পশুর হাট এবং নানা ধরনের দোকান বসার কারণে মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। তাই বক্তারা মাঠ থেকে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের মাধ্যমে মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি করেন।
×