ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা

জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন, আরও দু’জন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৮, ৫ অক্টোবর ২০১৫

জড়িতদের বিচার  দাবিতে মানববন্ধন, আরও দু’জন  গ্রেফতার

সংবাদদাতা, নাটোর, ৪ অক্টোবর ॥ গুরুদাসপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা ও টাকা এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার সবুজবাগ এলাকার একটি মেস থেকে দুইজনকে গ্রফতার করা হয়। এর আগে শনিবার গুরুদাসপুর এলাকা থেকে গ্রেফতারকৃত দুইজনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহত দীপার স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী রবিবার মানববন্ধন করেছে। নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সবুজবাগ এলাকার একটি মেসে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে হত্যা মামলার প্রধান আসামি গুরুদাসপুরের রহিত প্রামানিকের ছেলে স্বপন ও সাইদুল প্রামানিকের ছেলে সজিব হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের গুরুদাসপুর থানায় নিয়ে আসা হয়। উলেখ্য, দীপা খাতুন বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার বিকেলে দীপার বাড়ির অদূরে শিকারপুর কৃষি কারিগরি উচ্চ বিদ্যালয়ের পাশে গোরস্থান সংলগ্ন কলাবাগানে দীপার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
×