ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইএসের ‘দায় স্বীকার’ গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৮:০৯, ৫ অক্টোবর ২০১৫

আইএসের ‘দায় স্বীকার’ গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

বিডিনিউজ ॥ বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যায় জঙ্গী সংগঠন আইএসের ‘দায় স্বীকার’র বিষয়টিকে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে বলে দেশটির রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট জানিয়েছেন। রবিবার চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ সমুদ্র মহড়া ‘কারাট-২০১৫’ (কোপারেশন এ্যাফ্লট রেডিনেস এ্যান্ড ট্রেইনিং) এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বার্নিকাট বলেন, ‘বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যায় আইএসের দায় স্বীকারকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। সেটার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার।’ শনিবার রংপুরের কাউনিয়ায় জাপানী নাগরিক হোসে কোনিও মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) এক টুইটে ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। এর আগে গত সোমবার ঢাকায় ইতালীয় নাগরিক সিজার তাভেলা খুন হওয়ার পরেও আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছিল বলে জঙ্গী হুমকি পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ জানিয়েছিল।
×