ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছড়াকার আখতার হুসেন ক্যান্সারে আক্রান্ত ॥ উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি

প্রকাশিত: ০৬:০১, ৬ অক্টোবর ২০১৫

ছড়াকার আখতার হুসেন ক্যান্সারে আক্রান্ত ॥ উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি

বিশিষ্ট শিশু সাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক আখতার হুসেন গুরুতর অসুস্থ। তার প্রোস্টেট গ্ল্যান্ডে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়েছে। উন্নত চিকিৎসায় অবিলম্বে তাকে বিদেশে পাঠানো জরুরী। আখতার হুসেনের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের প্রায় ৮০ জন বিশিষ্ট ব্যক্তি সোমবার এক বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। বিংশ শতকের ষাট দশক থেকে বাংলাদেশে শিশুসাহিত্য যাদের হাতে বিকশিত হয়েছে আখতার হুসেন তাদের অন্যতম। চিকিৎসকের অভিমত, তার শারীরিক অবস্থা দ্রুত ক্রমাবনতির দিকে যাচ্ছে। তবে দ্রুত বিদেশে পাঠিয়ে উন্নততর চিকিৎসাসেবা প্রদান করা গেলে তাকে এখনও সুস্থ করে তোলা সম্ভব। ৬৯ বছর বয়সী এই নিবেদিতপ্রাণ সাহিত্যিক-সম্পাদক বেসরকারী একটি প্রকাশনা সংস্থায় কর্মরত। বিদেশে চিকিৎসা গ্রহণের আর্থিক সঙ্গতি না থাকায় তার উন্নত চিকিৎসার জন্য সরকারী সহায়তা প্রয়োজন। আখতার হুসেনের ৪০টির মতো গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বিদেশে আখতার হুসেনের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী হাশেম খান, সেলিনা হোসেন, আসাদ চৌধুরী ও মুহম্মদ নূরুল হুদা, রশীদ হায়দার, দ্বিজেন শর্মা, আনোয়ারা সৈয়দ হক, শামসুজ্জামান খান, হায়াৎ মামুদ, আনিসুল হক প্রমুখ। -বিজ্ঞপ্তি
×