ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে ॥ আহত ১৫

প্রকাশিত: ০৮:০৯, ৬ অক্টোবর ২০১৫

আড়াইহাজারে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে ॥ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৫ অক্টোবর ॥ আড়াইহাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সোমবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে প্রতিপক্ষরা এক পক্ষের বাড়িঘর ভাংচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, একটি বিচার সালিশীকে কেন্দ্র করে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অদুদ মাহমুদ ও সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। সোমবার সন্ধ্যায় জয়নাল আবেদীনের সমর্থকরা অদুদ মাহমুদ চেয়ারম্যানের বিরুদ্ধে আড়াইহাজারে টেকপাড়া ও পুরিন্দা এলাকায় মিছিল বের করে। এ সময় অদুদ চেয়ারম্যানের লোকজন ওই এলাকায় গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে দুই পক্ষই দেশীয় অস্ত্র, ককটেল নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে করে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত জামাল (৩৫), আল-আমিন (৩০), নজু (৪০), জাকির (২৮), বাকির (৪০), শাহিন (২৫), ইয়াছিন (৩০), মনু (৪৫), আলমগীর (২৮)। তাদের মধ্যে জামাল ও আলামিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×