ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংগ্রহ ১২৩ রান

প্রকাশিত: ২১:২১, ৬ অক্টোবর ২০১৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংগ্রহ ১২৩ রান

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তন সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২য় একদিনের ম্যাচে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে। টসে জিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন ব্যাটিং করার সিন্ধান্ত নেন। বাংলাদেরে পক্ষে আয়শা রহমান ৩৯, নিগার সুলতানা অপরাজিত ৩০ ও রিতু মণি ২৮ রান সংগ্রহ করে। বাংলাদেশের ইনিংসের ৭ম উইকেট পড়ে ৬৭ রানে। কিন্ত ৮ম উইকেট জুটিতে নিগার সুলতানা ও রিতু মণি ৪৭ রান সংগ্রহ করলে দলের রান একটি সন্মানজনক স্থানে এসে পৌঁছায়। এক সময় মনে হয়ছিল বাংলাদেশ ৫০ ওভার খেলতে পারবেনা এবং রান তিন অংকের ঘরে পৌঁছাবেনা। পাকিস্তানের পক্ষে আনাম আমিন ৪টি ও আসাম্ভিয়া ইকবাল ৩টি উইকেট লাভ করে। এখন দেখার বিষয় বাংলাদেশের বোলারা পাকিস্তানী ব্যাটিং লাইনে কতটা ক্ষত সৃষ্টি করতে পারে। লাঞ্চের পর পাকিস্তান নারী দল ১২৪ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নামবে।
×