ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

প্রকাশিত: ০৪:১৮, ৭ অক্টোবর ২০১৫

সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

জেমস বন্ডের পরবর্তী সিনেমা স্পেকটার নির্মাণে ইতোমধ্যে ধ্বংস হয়েছে ৩ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ১০টি গাড়ি। সিনেমাটি বানাতে ৩০ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। আর যদি তা হয়, এটি হবে এ যাবতকালে বন্ডের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এতে রোমে গাড়ি নিয়ে ধাওয়া করার মজার দৃশ্য রয়েছে। -ম্যাশএবল ফিরেছে জাপানের নভোযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জরুরীভিত্তিতে প্রায় ৫ টন রসদ পৌঁছে দিয়ে ফিরে এসেছে জাপানের নভোযান। প্রায় এক মাস ১০ দিন পর মঙ্গলবার ভোরে কার্গো যানটি দেশটির মহাকাশ স্টেশনে পৌঁছে। এর আগে গত ১৯ অগাস্ট রাত ৮টা ৫০ মিনিটে কাগুসিমা প্রদেশের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে কনুতরী-৫ নামক রসদবাহী কার্গো যানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করে। জাক্সার প্রধান নির্বাহী কানেকি নারিতা বলেন, মহাকাশ স্টেশনে খাবার, পানি ও কিছু যন্ত্রাংশ সঙ্কটের কারণে জাপানকে একটি কার্গো নভোযান পাঠানোর অনুরোধ জানানো হয়। -ওয়েবসাইট
×