ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিটমহলের বাসিন্দারাও পাবেন এসএমই ঋণ

প্রকাশিত: ০৪:২৩, ৭ অক্টোবর ২০১৫

ছিটমহলের বাসিন্দারাও পাবেন এসএমই ঋণ

বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্তি হওয়া ছিটমহলের বাসিন্দারও পাবেন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তারাও পাবেন এসএমই ঋণ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সম্পাদিত স্থল সীমানা চুক্তির আলোকে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে। সদ্য অন্তর্ভুক্ত হওয়া মানুষকে জাতীয় অর্থনীতির মূলধারায় সংযুক্ত করে তাদের সম্ভাবনাময় উদ্যোগসমুহ বিকশিত করার লক্ষ্যে ঋণ বিতরণ করতে হবে। সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গ্রুপভিত্তিক এই ঋণ বিতরণ করতে হবে। এজন্য এসএমই অর্থায়নের নীতিমালা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার যুক্তরাষ্ট্র ও জাপানসহ ১২ দেশের মধ্যে টিপিপি চুক্তি যুক্তরাষ্ট্র ও জাপানসহ ১২টি দেশের মধ্যে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) আওতায়মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৫ বছরে নানা তিক্ততা ও উত্তেজনাপূর্ণ আলোচনা শেষে সোমবার যুক্তরাজ্যের আটলান্টায় এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদনসাপেক্ষে চুক্তিটি কার্যকর হবে। চুক্তির মাধ্যমে দেশগুলো নিজেদের মধ্যে শুল্ক বাধা কমানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটি সাধারণ নীতি অনুসরণ করবে। এর ফলে এসব দেশের মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে। জাপান ও যুক্তরাষ্ট্রসহ এ চুক্তি স্বাক্ষর করা অপর দেশগুলো হলোÑ ব্রুনাই, চিলি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু ও ভিয়েতনাম। -অর্থনৈতিক রিপোর্টার
×