ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত গ্রাহকদের ভোগান্তি

কুমিল্লায় অবৈধ ব্যাটারি রিচার্জ

প্রকাশিত: ০৫:৫৭, ৭ অক্টোবর ২০১৫

কুমিল্লায় অবৈধ ব্যাটারি রিচার্জ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ অক্টোবর ॥ বিদ্যুতচালিত অটোরিক্সার ব্যাটারি অবৈধভাবে রিচার্জের শতাধিক পয়েন্ট হয়েছে শহরে। ওইসব পয়েন্টে অবৈধ বিদ্যুত সংযোগের মাধ্যমে অটোরিক্সার ব্যাটারি রিচার্জ করে যোগসাজশে লাখ লাখ টাকার বিদ্যুত চুরি করা হচ্ছে। এতে কুমিল্লা মহানগরসহ জেলার প্রত্যন্ত গ্রামে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও ভুতুরে বিল পরিশোধ করতে গিয়ে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে বিদ্যুতের বৈধ গ্রাহকরা। জানা গেছে, কুমিল্লা মহানগরসহ আদর্শ সদর উপজেলার ৩৮টি স্থানে অটোরিক্সার ব্যাটারি চার্জ করার গ্যারেজ রয়েছে। এতে মাসে প্রায় ২০-২৫ লাখ টাকার বিদ্যুত চুরি হচ্ছে বলে সূত্র জানায়। স্থানীয় বৈধ গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুত বিভাগের দুর্নীতিবাজদের যোগসাজশে কুমিল্লা মহানগরসহ বিভিন্ন উপজেলায় অহরহ অবৈধ সংযোগের মাধ্যমে অটোরিক্সার ব্যাটারি রিচার্জের ফলে ঘন ঘন বিদ্যুত বিভ্রাট ঘটছে এবং প্রত্যন্ত গ্রামে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত থাকে না। সূত্র জানায়, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এক সরকারী কর্মকর্তা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সংশ্লিষ্ট বিভাগ কোন পদক্ষেপ নেয়নি। বিদ্যুত বিভাগের প্রধান প্রকৌশলী অনুপ কুমার দাস গুপ্ত জানান, এ বিষয়ে যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ জরিমানা আদায় করা হচ্ছে।
×