ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটের কাজীর বাজার সেতু খুলে দেয়া হচ্ছে কাল

প্রকাশিত: ০৭:৫৭, ৭ অক্টোবর ২০১৫

সিলেটের কাজীর  বাজার সেতু খুলে দেয়া  হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল বৃহস্পতিবার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সিলেটের সুরমা নদীর ওপর নবনির্মিত কাজীর বাজার সেতু। ১৮৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৪শ’ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। উল্লেখ্য, ৪শ’ ৪১ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক জাতীয় মহাসড়কে উন্নীত করার কাজও শুরু হতে যাচ্ছে। এদিন গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি নবনির্মিত সেতু উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ সময় গণভবন প্রান্তে উপস্থিত থাকবেন। সিলেটের দুটি প্রকল্প ছাড়াও সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বলভদ্র সেতু, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নয়াকান্দি সেতু, ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিটিংচর সেতু এবং ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাটুরিয়া সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে। একই সময় ব্রাহ্মণবাড়িয়া সড়কের মৌড়াইল রেলক্রসিংয়ের ওপর প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে রেলওয়ে ওভারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হবিগঞ্জের বলভদ্র ব্রিজ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, হবিগঞ্জবাসীর স্বপ্নের বলভদ্র ব্রিজ অবশেষে চালু হচ্ছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন। সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে সিলেট বিভাগের দূরত্ব কমে যাবে ৪৫ কিলোমিটার।
×