ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র শিল্পের উন্নয়ন বাংলাদেশ-ভারতের প্রতিনিধিদের নিয়ে যৌথ টাস্কফোর্স হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:০৮, ৭ অক্টোবর ২০১৫

চলচ্চিত্র শিল্পের উন্নয়ন বাংলাদেশ-ভারতের প্রতিনিধিদের নিয়ে যৌথ টাস্কফোর্স হবে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলচ্চিত্র শিল্প উন্নয়নে বাংলাদেশ-ভারতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় এ টাস্কফোর্স গঠন করবে। আর এই টাস্কফোর্স চলচ্চিত্র জগতের সমস্যা ও ঘাটতিগুলো চিহ্নিত করবে। টাস্কফোর্স চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও বিনিয়োগ বিষয়ে নীতিমালা তৈরি এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে কাজ করবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বাংলাদেশ সফররত ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ওই সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিনিয়র বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ভারতের প্রযোজক মুকেশ ভাট, রমেশ সিপ্পি, আফতাব পানেসার, সিবাসিশ সরকার, কুলমিত মাক্কর ও লিনা জায়সানি উপস্থিত ছিলেন।
×