ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফখরুলের জামিনের মেয়াদ বাড়ল ॥ এমকে আনোয়ার ও আমানেরটা বহাল

প্রকাশিত: ০৮:০৯, ৭ অক্টোবর ২০১৫

ফখরুলের জামিনের মেয়াদ বাড়ল ॥ এমকে আনোয়ার ও  আমানেরটা বহাল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাশকতার অভিযোগে পল্টন থানার তিন মামলায় জামিনের মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আগামী ২ নবেম্বর এই তিন মামলায় নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় বিএনপি নেতা এমকে আনোয়ারের এবং নাশকতার অভিযোগে করা ২৭ মামলায় আমানউল্লাহ আমানের জামিন বহাল রয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশগুলো প্রদান করেছেন। মঙ্গলবার ফখরুল ইসলাম আলমগীরের করা আট সপ্তাহের সময় বাড়ানোর আবেদনের শুনানি করে আপীল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। হাইকোর্টের জামিন বহাল ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে হাইকোর্টের দেয়া নাশকতার আরও দুই মামলায় জামিন আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগ। এদিকে মোট ৬৯টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। মঙ্গলবার আইনজীবী সগীর হোসেন লিওন এই তথ্য নিশ্চিত করেন। বিএনপির এই দুই নেতাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে সুপ্রীমকোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
×