ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রক্ষা পেলেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রীরা

প্রকাশিত: ২০:০০, ৭ অক্টোবর ২০১৫

রক্ষা পেলেন ধূমকেতু এক্সপ্রেসের যাত্রীরা

অনলাইন ডেস্ক ॥ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের কয়েকশ’ যাত্রী। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত ভোররাত তিনটা ২০ মিনিটের দিকে টাঙ্গাইলের এলেঙ্গায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে ধাক্কা দিয়ে দ্রুত থেমে যায় ট্রেনটি। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রেনের কয়েকশ’ যাত্রী। তবে এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয় বলে জানিয়েছেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় চৌরাস্তার মোড়ে রেললাইনের ওপরে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রেনটি দ্রুত থেমে যায় গেলে নিয়ন্ত্রণ রক্ষা করতে সক্ষম হন চালক। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এদিকে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশসহ তেলের ট্যাঙ্কি ফেটে গেছে। পরে ট্রেনটি ধীর গতিতে জয়দেবপুর স্টেশনে নেওয়া হয়।
×