ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিসিসির নতুন চেয়ারম্যান হুসাং লি

প্রকাশিত: ২১:৩০, ৭ অক্টোবর ২০১৫

আইপিসিসির নতুন চেয়ারম্যান হুসাং লি

অর্থনৈতিক রিপোর্টার॥ জলবায়ু পরিবর্তন নিয়ে আন্ত:রাষ্ট্রীয় গবেষণা সংস্থা ইন্টার-গভরমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর নতুন চেয়ারম্যান হলেন কোরিয় নাগরিক হুসাং লি। তিনি ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেন-প্যাসকেল ভ্যান পারসেল পেয়েছেন ৫৮ ভোট। মোট ছয়জন প্রার্থী এই আন্ত:রাষ্ট্রীয় গবেষণার সংস্থার চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন। মি. লি একজন অর্থনীতির অধ্যাপক। তিনি জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে কাজ করছেন। তিনি কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জ্বালানি বিষয়ক গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপন করছেন। নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে জলবায়ু পরিবর্তনের আঞ্চলিক বিষয় নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বর্তমানে ক্রোয়েশিয়ার ডুবরুভানিক শহরে আইপিসিসির বার্ষিক সম্মেলন চলছে। সেখানেই গত মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
×