ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৭ খুন ॥ ব্যাবের সাবেক কর্মকর্তা তারক সাঈদের জামিন আবেদন খারিজ

প্রকাশিত: ২২:১৯, ৭ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জে ৭ খুন ॥ ব্যাবের সাবেক কর্মকর্তা তারক সাঈদের জামিন আবেদন খারিজ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার অভিযোগপত্রভুক্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জনকে নিয়মিত হাজিরা শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন জানালে আদালত তা খারিজ করেন। একই সঙ্গে আদালত র‌্যাবের ৮ সদস্যসহ পলাতক ১৩ আসামীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে (পত্রিকার কপি) আগামী ধার্য্য তারিখ ৯ নবেম্বরের মধ্যে আদালতে জমা দেয়ার নির্দেশ দেন। বুধবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে শুনানী শেষে এই আদেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান। আদালতে শুনানী চলাকালে ৭ খুনের মামলার আসামী র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদের পক্ষে জামিনের আবেদন জানান ঢাকা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুস সালাম ভূঁইয়া, সারোয়ার মিয়া, দেলোয়ার হোসেন, সামসুল আলম ও মৌসুমী বেগম। আদালত শুনানী শেষে তারেক সাঈদের জামিন আবেদন খারিজ করেন। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জন অপহৃত হয়। এই ঘটনার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গত ৯ এপ্রিল দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭ খুনের ঘটনায় নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লেঃ কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লেঃ কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দাখিল করে।
×