ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবন রক্ষায় সিপিবি-বাসদের অভিযাত্রা কর্মসূচী

প্রকাশিত: ২২:৫৭, ৭ অক্টোবর ২০১৫

সুন্দরবন রক্ষায় সিপিবি-বাসদের অভিযাত্রা কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক রামপাল ও ওরিয়ন তাপ বিদ্যুতকেন্দ্র স্থাপনের প্রতিবাদে ও ঢাকা-সুন্দরবন অভিযাত্রা কর্মসূচীর ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আগামী ১৩ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এ অভিযাত্রা শুরু করবে এই দুই রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বাম জোট। ১৭ অক্টোবর বিকেল ৩টায় বাগেরহাটে সমাবেশের মাধ্যমে শেষ হবে অভিযাত্রা কর্মসূচী। বুধবার দুপুরে পুরানা পণ্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের মৈত্রী সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচীর ঘোষণা করেন দল দুটির কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পরিবেশের ওপর অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের জন্য জাতিসংঘের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ও চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা তাঁকে অভিনন্দন জানাই। কিন্তু দেশের চিরহরিৎ বন সুন্দরবন ধ্বংস করে কয়লাভিত্তিক তাপ বিদ্যুতকেন্দ্র স্থাপন করলে একদিন পরিবেশ ধ্বংসকারীর দায়ও নিতে হবে তাঁকে।
×