ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠন ২৬ অক্টোবর

প্রকাশিত: ০১:১০, ৭ অক্টোবর ২০১৫

জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠন ২৬ অক্টোবর

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে সংঘটিত মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আট রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের তারিখ ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযোগ গঠনের পক্ষে বুধবার শুনানি করেন প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মশিউজ্জামান। মামলার আট আসামির মধ্যে দু’জন অ্যাডভোকেট শামসুল আলম এবং এস এম ইউসুফ আলী কারাগারে আছেন। পলাতক অন্য ছয়জন হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মোঃ আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল বারী, মোঃ হারুন ও মোঃ আবুল কাসেম।
×