ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রসায়নের নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

প্রকাশিত: ০১:১১, ৭ অক্টোবর ২০১৫

রসায়নের নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক ॥ এবছর রসায়নের নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, সুইডেনের টোমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের পল পল মডরিচ ও তুরস্কের আজিজ সানজার। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স এই পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। অ্যাকাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জীবন্ত কোষের ভেতরে কী ঘটে সে বিষয়ে আমাদের মৌলিক ধারণা দিয়েছে তাদের গবেষণা; এর মধ্য দিয়ে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।” আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে এই তিন বিজ্ঞানীর হাতে নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেওয়া হবে। অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসাবে গতবছর যুক্তরাষ্ট্রের এরিক বেৎজিগ, জার্মানির স্টেফান হেল ও যুক্তরাষ্ট্রের উইলিয়াম মোয়েনারকে রসায়নের নোবেল দেওয়া হয়েছিল। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়। বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
×