ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় বিমানে বোর্ডিং পাস বিহীন যাত্রী

প্রকাশিত: ০১:৪৯, ৭ অক্টোবর ২০১৫

ঢাকায় বিমানে বোর্ডিং পাস বিহীন যাত্রী

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী ইউএসবাংলার একটি ফ্লাইটে টিকেট বিহীন এক যাত্রী উঠে পরলে ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে একই ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বিবিসি বাংলাকে জানান বোরখা পরিহিত এক তরুণীর ইউএসবাংলার ঐ ফ্লাইটে ওঠার খবর পেলে ফ্লাইটটি থামানো হয়। পুলিশের এই কর্মকর্তা জানান মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে ক্যাবিন ক্রু'রা প্লেনের মধ্যে চূড়ান্ত একটি গণনা দেওয়ার সময় একজন যাত্রী বেশি থাকায় তারা সবার বোর্ডিং কার্ড দেখাতে বলেন। সেসময় ঐ তরুণীটি কোন কার্ড দেখাতে পারেননি। পরে সব যাত্রীকে নামিয়ে নেয় কর্তৃপক্ষ। মি. হোসেন বলেন ঐ তরণীকে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেসময় তার কথাবার্তা শুনে কর্মকর্তাদের মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। মেয়েটির যশোরে বাড়ী, তবে তিনি ঢাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরতেন বলে জানাচ্ছে পুলিশ। মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে কোন টিকেট এবং বোর্ডিং পাস ছাড়া নিরাপত্তা চৌকি এড়িয়ে একজন কিভাবে প্লেনের মধ্যে উঠে পরলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্র-বিবিসি।
×