ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শতাধিক বিরল ঝুলন্ত টিয়া পাখি উদ্ধার

প্রকাশিত: ০১:৫১, ৭ অক্টোবর ২০১৫

গাজীপুরে শতাধিক বিরল ঝুলন্ত টিয়া পাখি উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ রাজধানী ঢাকার কাছে গাজীপুরে আটশ পাখি সহ দুজনকে আটক করা হয়েছে। বনবিভাগের বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট আজ সকালে জেলার জয়দেবপুরের এলাকার একটি আড়তের কাছ থেকে বিভিন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করে। এসব পাখি গাজীপুর চৌরাস্তার কাছে একটি বাজারের গোপনে বিক্রির জন্য নওগাঁ ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বন সংরক্ষক ড. তপন কুমার দে। তিনি জানান, এর মধ্যে ৩৮০টি টিয়া প্রজাতির এবং ৪২০টি মুনিয়া প্রজাতির পাখি রয়েছে। এর মাঝে একশোটির মত ঝুলন্ত টিয়া পাখি রয়েছে যেগুলো বাংলাদেশে মোটামুটি বিরল বলে জানান মিস্টার দে। অবৈধভাবে এসব পাখি নিয়ে কারবারিরা উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি থেকে ঢাকায় নামার পরে রাত দুটোর দিকে তাদের আটক করা হয় বলে তিনি জানান। তিনি জানান, এসব পাখি ধরে এনে আগে ঢাকার কাঁটাবন এলাকায় বিক্রি করা হতো। তা বন্ধ করার উদ্যোগের পর গাজীপুরে গোপনে পাখি কেনা-বেচা চলছিল। সূ্ত্র-বিবিসি।
×