ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চায়না ওপেন ॥ ইভানোভিচ-ওজনিয়াকির জয়

প্রকাশিত: ০২:৪৪, ৭ অক্টোবর ২০১৫

চায়না ওপেন ॥ ইভানোভিচ-ওজনিয়াকির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চায়না ওপেনের মহিলা এককে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন আনা ইভানোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি, ফ্লাভিয়া পেনেত্তা এবং সারা ইরানির মতো তারকারা। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে সার্বিয়ার আনা ইভানোভিচ ৭-৬ (৭/৩) এবং ৬-২ গেমে হারান টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস উইলিয়ামসকে। এর ফলে টানা ছয় ম্যাচে জয়ের দেখা পেলেন ষষ্ঠ বাছাই ইভানোভিচ। শেষ ষোলতে সার্বিয়ান এই টেনিস তারকার প্রতিপক্ষ এখন সভেতলানা কুজনেটসোভা। ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন সভেতালানা দ্বিতীয় পর্বে ভেনাস উইলিয়ামসেরই স্বদেশী সেøায়ানে স্টিফেন্সকে ৩-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে হারান। চায়না ওপেনে ফেবারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন ভেনাস উইলিয়ামস। কেননা তার আগেই যে উহান ওপেনের শিরোপা জিতেছিলেন আমেরিকান টেনিস তারকা। যা ছিল তার ক্যারিয়ারের গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে সেরা অর্জন। শুধু তাই নয় এই উহান ওপেনেই ক্যারিয়ারের সাতশতম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সক্রিয়দের মধ্যে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সাতশ কিংবা তারও বেশি ম্যাচ জয়ের কীর্তি এটি। এর আগে এই রেকর্ডটি ছিল তারই ছোট বোন সেরেনা উইলিয়ামসের। সর্বশেষ গত বছর অকল্যান্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন ভেনাস আর ইভানোভিচ। সেবার সার্বিয়ান তারকা ৬-২, ৫-৭ এবং ৬-৪ গেমে হারিয়েছিলেন আমেরিকান তারকাকে। তবে সেই কঠিন লড়াইয়ের চেয়ে এবার তুলনামূলকভাবে সহজেই ম্যাচ জিতে নিলেন ইভা। তবে ম্যাচ শেষে ড্রকেই দোষারোপ করলেন ভেনাস। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা খুব কঠিন একটি ম্যাচ, অবশ্যই ড্রটা কঠিন ছিল। তাছাড়া এটাও হতে পারে যে, বৃহস্পতিবারআমার সেরা দিন ছিল না। যে কারণে হারটাকেই মেনে নিতে হলো।’
×