ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিটিভির আনন্দমেলায় প্রশংসিত চন্দন সিনহা

প্রকাশিত: ০৬:০৮, ৮ অক্টোবর ২০১৫

বিটিভির আনন্দমেলায় প্রশংসিত চন্দন সিনহা

গত বছর শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন চন্দন সিনহা। প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুনের হাত ধরে সঙ্গীত জগতে আসা এই গায়ক সবসময় অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবুও তার গান তাকে সামনে নিয়ে আসে। তিনি যে, খুব বেশি গান করেন তা নয়। বেছে বেছে গান করেন, তাও সংখ্যায় কম। কিন্তু এ পর্যন্ত তিনি যা গান করেছেন, তা শ্রতিমধুর হয়েছে শ্রোতাদের কাছে। তাই তিনি আজ নন্দিত। পেয়েছেন জাতীয় পুরস্কারও। গেল কোরবানির ঈদে বিটিভির আকর্ষণীয় অনুষ্ঠান আনন্দমেলায় গান করে আবারও আলোচনায় এসেছেন চন্দন সিনহা। গানটির প্রশংসিত হয়েছে বোদ্ধামহল থেকে শুরু“করে সাধারণ দর্শক পর্যন্ত। আনন্দমেলায় চন্দনের গাওয়া গানের শিরোনাম ছিল- ‘আমারও পরানও যাহা চায়।’ এটি একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতের শিরোনাম। আনন্দমেলায় চন্দনের গাওয়া গানটি ঠিকই শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। বাকিটা ছিল ফিউশন। তাই ফিউশনধর্মী এই উপস্থাপনা পছন্দ করেছেন অনেকেই। এ প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু করতে। সেই চেষ্টা ছিল গেল আনন্দমেলায়। তবে এতো সাড়া পাব ভাবিনি। অনেক বড় তারকারাও আমার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফোন করে। ভবিষ্যতে আরও ভাল কিছু গান উপহার দেয়ার সাহস পেলাম সবার উৎসাহে।’ আনন্দকণ্ঠ ডেস্ক
×