ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিএসইর পুঁজিবাজার বিষয়ক মেলা আজ

প্রকাশিত: ০৬:০৯, ৮ অক্টোবর ২০১৫

সিএসইর পুঁজিবাজার বিষয়ক মেলা আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার বিষয়ক বিস্তারিত তথ্য আদান-প্রদানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই দিনব্যাপী পুঁজিবাজার মেলা। বন্দরনগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। এবারের মেলায় মোট ৯৮টি স্টল অংশগ্রহণ করবে। এটি হবে সিএসইর ৫ম পুঁজিবাজার মেলা। এর আগে চার বার মেলার আয়োজন হলেও সিএসই’র এবারের মেলার উৎসবকে ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি। এই পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এবারের এ মেলায় যোগ হয়েছে সেমিনার, র‌্যাফেল ড্রসহ আরও অনেক আয়োজন। এছাড়া পুঁজিবাজার সম্পর্কে নানাবিধ জিজ্ঞাসার জবাবও পাওয়া যাবে মেলায়। এজন্য থাকবে পুঁজিবাজার বিশেষজ্ঞ। মেলা আয়োজনের বিষয়ে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন বলেন, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিএসই। সিএসই অনুধাবন করছে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে জরুরী বিষয় হলো সচেতনতা।
×