ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:০৯, ৮ অক্টোবর ২০১৫

ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৩ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ নবেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার কাশেম ড্রাইসেলের রেকর্ড ডেট পরিবর্তন রেকর্ড ডেট পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠান কাশেম ড্রাইসেল। সরকারী ছুটির কারণে এ পরিবর্তন বলে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর নতুন রেকর্ড ডেট ঘোষণা করেছে কাশেম ড্রাইসেল কর্তৃপক্ষ। গত ১ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এজন্য ২২ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। কিন্তু দুর্গাপুজো উপলক্ষে ২২ অক্টোবর সরকারী ছুটি থাকায় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এ কারণে ২৫ অক্টোবর নতুন রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×