ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুদকের মামলা বাতিল চেয়ে বদির আবেদন ফেরত দিল হাইকোর্ট

প্রকাশিত: ০৮:২৩, ৮ অক্টোবর ২০১৫

দুদকের মামলা বাতিল চেয়ে বদির আবেদন ফেরত দিল হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ জ্ঞাত-আয় বর্হির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক)- দায়ের করা মামলা বাতিল চেয়ে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। বদির রিট আবেদন নাকচের এক সপ্তাহের মাথায় তার মামলা বাতিলের আবেদনও ফিরিয়ে দেয়া হলো। আবেদনের পক্ষে ‘যুক্তিগ্রাহ্য কারণ’ না পাওয়ায় বুধবার বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি ফিরিয়ে দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, “আদালত সাংসদ বদির আবেদন ফেরত দেওয়ায় এখন মামলা পরিচালনায় আইনগত কোন বাধা নেই।” আগামী ২৭ অক্টোবর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে বলে জানান তিনি।
×