ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্দোলনরত প্রাথমিক শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিত: ১৯:২৩, ৮ অক্টোবর ২০১৫

আন্দোলনরত প্রাথমিক শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গণশিক্ষা মন্ত্রী

অনলাইন রির্পোটার ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মন্ত্রীর মিন্টুরোডের বাসভবনে এ বৈঠক শুরু হয়। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষক নেতারা। এতে আন্দোলরত শিক্ষকদের চারটি অংশের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। এর আগে বুধবার (০৭ অক্টোবর) দিনগত রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সঙ্গে বৈঠকে আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনের ঘোষিত কর্মসূচি স্থগিত করে সহকারী শিক্ষকরা।
×