ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেবাচিমে চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষ ॥ আহত-৫ আটক-৩

প্রকাশিত: ২১:১৩, ৮ অক্টোবর ২০১৫

শেবাচিমে চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষ ॥ আহত-৫ আটক-৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষে চিকিৎসকসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার উত্তর রাজপাড়া গ্রামের বাসিন্দা ফাইজুল মোল্লার স্ত্রী রিনা বেগম (২০) প্রসব পরবর্তী অসুস্থ্য হয়ে গত ৬ অক্টোবর ভোররাতে হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে অতিরিক্ত রক্তক্ষরন ও রক্তশুণ্যতার কারনে রিনা মৃত্যুবরন করেন। এ ঘটনায় রোগীর স্বজনেরা চিকিৎসকদের অবহেলাকে দায়ি করে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। একপর্যায়ে চিকিৎসকেরাও পাল্টা হামলা চালালে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ইন্টার্নী চিকিৎসক ডা. ফাহাব মো. মাহিয়ান, ডা. শিহাব উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম, মৃত রোগীর মা ও ভাই আহত হন। ইন্টানী চিকিৎসকেরা জরুরী বিভাগের গেটে তালা ঝুুলিয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দেয় । খবর পেয়ে পুলিশ সকাল দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃত রোগীর তিন স্বজনকে আটকের পর ইন্টার্নী চিকিৎসকেরা কর্মস্থলে যোগদান করেন।
×