ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে শিশু শাহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুালে হস্তান্তর দাবি

প্রকাশিত: ২১:৫২, ৮ অক্টোবর ২০১৫

নড়াইলে শিশু শাহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুালে হস্তান্তর দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে তৃতীয় শ্রেণীর ছাত্র শিশু শাহিন হত্যা মামলাটি বিচার ট্রাইব্যুালে হস্তান্তর, পলাতক আসামী গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের আদালত সড়কে নিহত শাহীনের সহপাঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত সড়কে আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় আইনজীবি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। এসময় বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এ্যাডভোকেট এসএ মতিন, নিহত শাহীনের পিতা শওকত ফকির, চাচা মিজানুর রহমান প্রমুখ। পরে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নিকট স্মারকলিপি পেশ করা হয়। গত ২৪ সেপ্টেম্বর নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী শওকত ফকিরের নয়বছর বয়সী ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র শাহীন ফকিরকে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিবেশীরা নৃসংশভাবে হত্যা করে।
×