ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ৩ ভুয়া সাংবাদিকের জেল

প্রকাশিত: ২২:২৪, ৮ অক্টোবর ২০১৫

নেত্রকোনায় ৩ ভুয়া সাংবাদিকের জেল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার বারহাট্টা উপজেলায় তিন ভুয়া সাংবাদিককে এক বছর করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দ-িতরা হচ্ছে- ফেনীর হাবিবুল হাসান, কুমিল্লার মোঃ জামাল উদ্দিন রিপন ও ফেনীর সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর রিপন এই আদালত পরিচালনা করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিভির সাংবাদিক পরিচয়ে এই তিন ব্যক্তি ’এগিয়ে যাও বাংলাদেশ’ নামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কথা বলে বারহাট্টার সরকারি ডাকবাংলোতে আশ্রয় নেয়। এরপর তারা দুর্গাপুর, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন কায়দায় প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। বুধবার রাতে ডাকবাংলোর কর্মচারী তাদের মাদক সেবন করতে দেখে স্থানীয় ইউএনওকে জানালে ইউএনও থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা, মদের বোতল, বিটিভির প্যাড ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করে। ইউএনও মোঃ আবু জাফর রিপন জানান, বিষয়টি বিটিভির মহা ব্যবস্থাপককে জানানো হলে তিনি জানান, উল্লেখিতরা কেউই বিটিভির সাংবাদিক নন।
×