ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ ॥ হুসাইন-মোসলেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৯ নভেম্বর

প্রকাশিত: ২২:৫৫, ৮ অক্টোবর ২০১৫

মানবতাবিরোধী অপরাধ ॥ হুসাইন-মোসলেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক কিশোরগঞ্জের নিকলির রাজাকার কমান্ডার সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরামাল চার্জ) দাখিলের দিন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৬ সপ্তাহের সময়ের আবেদন জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি জানান, তদন্ত সংস্থার কাছ থেকে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেছে। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে দাখিল করতে সময়ের প্রয়োজন। বুধবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ ও পরে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা।
×