ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোশি কোনিওর দাফন রংপুরেই হতে পারে

প্রকাশিত: ০৫:৩৮, ৯ অক্টোবর ২০১৫

হোশি কোনিওর দাফন রংপুরেই  হতে পারে

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জাপানী নাগরিক হোশি কোনিওর মরদেহ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাসপাতাল মর্গের হিমঘরেই ছিল। তবে যে কোন সময় তাকে রংপুরের কোন কবরস্থানে দাফন করা হতে পারে। বৃহস্পতিবার জাপানী প্রতিনিধি দলের এক সদস্য রংপুরের সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর কাছে ফোন করে জানতে চান রংপুরের মুন্সীপাড়া কবরস্থানে যদি তাকে দাফন করা হয় তবে তিনি সহযোগিতা করবেন কী না। এ সময় মেয়র জানান, তিনি শুনেছেন হোশি কোনিও মুসলিম হয়েছেন তবে তার কোন প্রমাণ তিনি পাননি। সেহেতু প্রমাণ ছাড়া তাকে কবরস্থানে দাফন করা সম্ভব নয়। এরপর জাপানী প্রতিনিধিরা যার মাধ্যমে তিনি মুসলিম হয়েছে সেই মুয়াজ্জিন এবং কতিপয় প্রত্যক্ষদর্শীর কাছে লিখিত নিয়ে মেয়রকে নিশ্চিত করলে তিনি তার দাফনে আপত্তি নেই বলে জানান। তবে কখন দাফন হতে পারে তা এখনও নিশ্চিত নয়। ৫ সদস্যের জাপান প্রতিনিধির দুজন বৃহস্পতিবার সকালে রংপুর ছেড়ে ঢাকা চলে গেছেন। বর্তমানে এখানে ৩ সদস্য রয়েছে। ধারণা করা হচ্ছে দাফন শেষ করেই তারা রংপুর ছাড়বেন। অন্যদিকে হোশি কোনিও হত্যা মামলার কোন অগ্রগতি এ পর্যন্ত নেই।
×