ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পশ্চিম তীরে নতুন করে সহিংসতা, নিহত ৩

প্রকাশিত: ০৫:৫৫, ৯ অক্টোবর ২০১৫

পশ্চিম তীরে নতুন করে সহিংসতা, নিহত ৩

ইসরাইল ও পশ্চিম তীরে বুধবার নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এ দিন ছুরিকাঘাতে তিন জন ও ইসরাইলী পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। এদিকে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে ইসরাইলীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। খবর এএফপি ও বিবিসির। ইসরাইলী পুলিশ জানিয়েছে, অঞ্চলটিতে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলী নাগরিকদের লক্ষ্য করে ছুরি দিয়ে কয়েক দফা হামলা চালায় ফিলিস্তিনীরা। পুলিশ আরও জানায়, এক ফিলিস্তিনী নারী এক ইসরাইলীকে ছুরি দিয়ে আঘাত করে, পরে ওই ইসরাইলীর বন্দুকের গুলিতে ওই নারী নিহত হয়। পাকিস্তানের কাছে ৮ ডুবোজাহাজ বিক্রি করবে চীন চীন পাকিস্তানের কাছে আটটি ডুবোজাহাজ বিক্রি করবে এবং এর মধ্যে চারটি পাকিস্তানের বন্দর নগরী করাচীতে তৈরি করা হবে। এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির হোসেইন। রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী রফতানি উন্নয়ন সংস্থার প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করে এ সব কথা বলেন তিনি। খবর ডনের। তানভির হোসেইন আরও জানান, চীন ও পাকিস্তানে একযোগে এ সব ডুবোজাহাজ নির্মাণ কাজ শুরু হবে। চীন ডুবোজাহাজ নির্মাণ প্রযুক্তি পাকিস্তানের কাছে হস্তান্তর করবে বলেও জানান তিনি। চীনের কাছ থেকে কী ধরনের ডুবোজাহাজ কেনা হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। দিনে ১২ হাজারবার হাঁচি দিনে প্রায় ১২ হাজার বার হাঁচি দেয় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যাটেলাইন থরনেলি। ১২ বছরের এই মেয়ে হাঁচির চোটে খেতে, পরতে, এমনকি স্কুলে পর্যন্ত যেতে পারে না। নামজাদা ছয় ডাক্তার দেখিয়েও কোন কাজ হয়নি। তবে এক বিশেষজ্ঞ বলেছেন, এ্যালার্জি, ভাইরাস নয় মানসিক চাপ থেকে এমন হতে পারে। -জি নিউজ ঘোড়ার সবচেয়ে প্রাচীন ফসিল চার কোটি ৮০ লাখ বছর আগের গর্ভবতী ঘোড়া ও এর ভ্রƒণের সবচেয়ে প্রাচীন ফসিল এবং গর্ভের টিস্যু ভালভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। ফসিলটি জার্মানিতে ২০০০ সালে আবিষ্কৃৃত হলেও বৈজ্ঞানিক বিশ্লেষণের পর বুধবার পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত হয়। এই পশুটি বর্তমান ঘোড়ার প্রাথমিক পর্যায়ের। এটি ইউরোহিপাস মেসেলেনসিস নামে পরিচিত এবং এর আকার ছিল ছোট কুকুরের সমান। এটি হয়ত বাচ্চা জন্ম দেয়ার কিছুক্ষণ আগেই মারা যায়। এর মৃত্যুর সঙ্গে গর্ভাবস্থা জড়িত নয়। -এএফপি
×