ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে বিশেষ ছাড়

প্রকাশিত: ০৬:০২, ৯ অক্টোবর ২০১৫

বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা পাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে বিশেষ ছাড়

সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়, টাইগারস ডেনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে বাংলালিংকের চুক্তি স^াক্ষর হয়। এ চুক্তির আওতায় বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ২০ সেপ্টেম্বর থেকে ১৯ নবেম্বর পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের সকল টিকেটের মূল মূল্যের ওপর পাবেন ১১% ছাড়। এই বিশেষ ছাড় পাওয়ার জন্য বাংলালিংক গ্রাহকদের একটি মেসেজ “ঁংনধহমষধ ংঢ়ধপব নধংব ভধৎব ধসড়ঁহঃ” লিখে পাঠাতে হবে ২০১২ নম্বরে। একজন গ্রাহক এই উপায়ে একসঙ্গে ৪টির বেশি টিকেট কাটতে পারবেন না। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ম্যাস মার্কেট এ্যান্ড লয়েলটি এ্যান্ড পার্টনারশিপ, মাহবুবুল আলম; লয়েলটি এ্যান্ড পার্টনারশিপ এ্যাসিস্টেন্ট ম্যানেজার, ইয়াশের আরাফাত হোসাইন এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস, মোঃ শফিকুল ইসলাম ও ম্যানেজার রিজার্ভেশন, টিএম মুশফিকুর রহমান। বাংলালিংকের হেড অব ম্যাস মার্কেট এবং লয়েলটি ও পার্টনারশিপ, মার্কেটিং, মোহাম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে এই পার্টনারশিপ করতে পেরে আমরা খুবই আনন্দিত। সময়ের চাহিদানুযায়ী আমাদের গ্রাহকদের জন্য এধরনের অফার দিতে পেরে আমরা গর্বিত। আশা করি, নতুন এই অফার আমাদের গ্রাহকদের জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।’ -বিজ্ঞপ্তি সিঙ্গাপুরে সুরঞ্জিত সেনগুপ্তের দেহে অস্ত্রোপচার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের বৃহস্পতিবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। সরকারী সূত্র এখানে এ খবর জানায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় হাসপাতালে ডাঃ টিআইসি অং এবং ডাঃ জেম্স অং তার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিটে (আইসিসিইউ) রাখা হয়েছে। -বাসস
×