ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ

প্রকাশিত: ০৬:০২, ৯ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। মানবিক বিভাগের অধীন ‘খ’ ইউনিটের মাধ্যমে এ ভর্তিযুদ্ধ শুরু হবে। আজ ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৬৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দুই হাজার ২৯৬টি আসনের বিপরীতে ৩১ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১০:৪৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭৩১৯জন। পরীক্ষা দু’টি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ^বিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে।
×