ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবল, বাংলাদেশ জাতীয় দল চূড়ান্ত করেছেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ

জয়ের লক্ষ্যে আজ মামুনুলদের কিরগিজস্তান যাত্রা

প্রকাশিত: ০৬:০৩, ৯ অক্টোবর ২০১৫

জয়ের লক্ষ্যে আজ মামুনুলদের কিরগিজস্তান যাত্রা

স্পোর্টস রিপোর্টার ॥ পরীক্ষার নাম ‘ফিফা বিশ্বকাপ ২০১৮ বাছাইপর্বের এশিয়া জোন’। গ্রুপ ‘বি’। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাদের আটটি ‘ফুটবলীয়’ পরীক্ষার মধ্যে চারটিই শেষ। বাকি আছে আরও চারটি। পঞ্চম পরীক্ষার তারিখ আগামী ১৩ অক্টোবর। পরীক্ষার ভেন্যু কিরগিজস্তান। কেন্দ্র বিশকেকের স্পার্তাক স্টেডিয়াম। প্রতিপক্ষ ‘¯েœা লেপাডর্স’ খ্যাত কিরগিজস্তান জাতীয় ফুটবল দল। তাদের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েই শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিমানযোগে কিরগিজস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, দলের টিম লিডার ইকবাল হোসেন, ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, প্রধান প্রশিক্ষক ফ্যাবিও লোপেজ এবং অধিনায়ক মামুনুল ইসলাম। উক্ত ফুটবল ম্যাচে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত ১১ জুন ‘হোম’ ম্যাচে কিরগিজস্তানের কাছে ১-৩ গোলে হেরেছিল ‘বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ। এবার সেই দলের বিরুদ্ধেই জয়ের স্বপ্ন চোখে নিয়েই আজ কিরগিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ছে লোপেজের শিষ্যরা। দলের ইতালিয়ান কোচ লোপেজ জানান, এই ম্যাচে তার একমাত্র লক্ষ্য ‘জয়’। তিনি জানান, ‘আগামীকাল (আজ) যাব। দলে এই মুহূর্তে কোন ইনজুরি সমস্যা নেই। ২৩ খেলোয়াড়ই পুরোপুরি ফিট আছে। আমি মনে করি গত বিশ দিনে দলে বেশ উন্নতি হয়েছে। প্রতিপক্ষকে আমরা সমীহ করছি। তবে ভয় পাচ্ছি না।’ চুক্তি নবায়ন না হওয়াতে বিদায় নিয়ে চলে গেছেন ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ। তার স্থলে এসেছেন লোপেজ। এই ম্যাচটা তার জন্য প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় কতটা উতরাতে পারবেন তিনি? ‘বল ইজ রাউন্ড’। আমি মনে করি ফুটবলে সবই সম্ভব। যেহেতু দলের সবাই সুস্থ আছে। ড্র কিংবা হার নয়। জয়ের বিকল্প কিছু ভাবছি না এই ম্যাচে।’ ২৯ জনের প্রাথমিক দল থেকে চূড়ান্ত হয়েছে ২৩ জনের দল। বিশ্বকাপ বাছাইয়ে জর্দান ম্যাচে যে স্কোয়াডটি ছিল, সেই দলের অনেকেই বর্তমান দলে নেই। নতুন করে যুক্ত হয়েছেন ৭ জন। এদের মধ্যে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফয়সাল মাহমুদ, ওয়ালী ফয়সাল, মাজহারুল ইসলাম, শাহেদুল আলম শাহেদ, শাখাওয়াত হোসেন রনি এবং রেজাউল করিম। নতুন মুখ হিসেবে দলে এসেছেন ফরোয়ার্ড নাবিব নওয়াজ জীবন। মূলত টিউমার অপারেশনের কারণে জাহিদ হাসান এমিলি দলে না থাকায় তার স্থলাভিষিক্ত হয়েছেন জীবন। কোচ লোপেজ বেশ আশাবাদী বিজেএমসি’র এই স্ট্রাইকারকে নিয়ে, ‘জীবন নতুন খেলোয়াড়। এমিলির সঙ্গে তার তুলনা চলে না। তবে সে অনুশীলনে অনেক ভাল পারফরম্যান্স করেছে। সে কারণে তাকে চূড়ান্ত দলে রাখা হয়েছে।’ উল্লেখ্য, সাভারের জিরানির বিকেএসপিতে গত ৫ অক্টোবর বাফুফে একাদশকে ৪-১ গোলে হারায় জাতীয় দল। বিজয়ী দলের পক্ষে একটি গোল করেন জীবন। এই বিশ দিনে খেলোয়াড়দের পজিশন অদল-বদল করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন লোপেজ। যেটা নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তুষ্টি রয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। তবে কোচ লোপেজ মনে করেন তার খেলোয়াড়রা পেশাদার। আর দলের ভালোর জন্য তিনি যা করবেন তা খেলোয়াড়রা মেনে নেবেন, ‘খেলার ধরনে কিছু পরিবর্তন আসতেই পারে। খেলোয়াড়দের স্কিল দেখে দলের ভালর জন্যই পজিশন পরিবর্তন করে খেলিয়েছি।’ দলীয় অধিনায়ক-মিডফিল্ডার মামুনুল বলেন, ‘কোচের চোখে মনে হয়েছে আমি রাইট উইং পজিশনে ভাল করব। আমার জন্য এই পজিশনে কাজ সহজ হবে, তাই কোচ আমাকে এই পজিশনে খেলিয়েছেন। আমার মনে হয় আমার দায়িত্বটা এখন ৮০-৯০ ভাগ থেকে ৪০-৫০ এ নেমে এসেছে।’ মামুনুল আরও বলেন, ‘দলে জাহিদ-এমিলি নেই। তারপরও আমাদের বর্তমান দলটি ভারসাম্যপূর্ণ টিম। কোচের নির্দেশনা ঠিকভাবে মাঠে প্রয়োগ করতে পারলে আমার বিশ্বাস আমরা পয়েন্ট পাব।’ বাংলাদেশ স্কোয়াড ॥ গোলরক্ষক: মাজহারুল ইসলাম হিমেল, রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল; ডিফেন্ডার: রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল ইসলাম, ইয়ামিন মুন্না, ওয়ালী ফয়সাল, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু; মিডফিল্ড: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, মোনায়েম খান রাজু, আব্দুল বাতেন মজুমদার কোমল, শাহেদুল আলম শাহেদ, ইমন মাহমুদ, ফয়সাল মাহমুদ; ফরোয়ার্ড: তকলিস আহমেদ, জুয়েল রানা, শাখাওয়াত হোসেন রনি, আমিনুর রহমান সজীব, নাবিব নেওয়াজ জীবন।
×