ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিবর্তনের কালপঞ্জি

প্রকাশিত: ০৬:১৯, ৯ অক্টোবর ২০১৫

বিবর্তনের কালপঞ্জি

আরডিপিথেকাস রেমিডিস : আবির্ভাব ৪.৪ মিলিয়ন বছর আগে। জীবাশ্ম ১৯৯০ সালে ইথিওপিয়ায় আবিষ্কৃত হয়। অস্ট্রালোপিথেকাস এ্যাপারেনেসিস : আবির্ভাব ৩.৯ থেকে ২.৯ মিলিয়ন বছর আগে। এ প্রজাতির জীবাশ্ম শুধু আফ্রিকায় আবিষ্কৃত হয়েছে। হোমো হ্যাবেলিস : আবির্ভাব ২.৮ থেকে ১.৫ মিলিয়ন বছর আগে। এদের মস্তিষ্ক বর্তমানের মানুষের তুলনায় সামান্য বড়, তবে দাঁত ছিল ছোট। হোমো নালেডি : বয়স অজানা তবে গবেষকদের ধারনা, ৩ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এদের আভির্বাব হয়েছে। হোমো ইরেক্টাস : আবির্ভাব ১.৯ মিলিয়ন বছর থেকে অজানা। এদের মস্তিষ্ক ছিল বর্তমান মানুষের তুলনায় ছোট। হোমো নিয়ানডারথালিস : আবির্ভাব ২ লাখ বছর থেকে ৪০ হাজার বছর আগে। বর্তমান মানুষের তুলনায় খাটো, তবে পেশীবহুল ছিল।
×