ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়ান টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ০৭:৫৬, ৯ অক্টোবর ২০১৫

এশিয়ান  টিভির চেয়ারম্যানের  বিরুদ্ধে ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার ॥ চেক প্রতারণা মামলায় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরু মিয়া এই পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, ৭৫ লাখ টাকার ১৫টি চেক পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক থেকে ফেরত দেয়া (ডিজঅনার) হয়েছিল। এরপর গত ২১ মে রাশেদ আহমেদ নামে এক ব্যবসায়ী এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে প্রতি চেকের বিপরীতে একটি করে ১৫টি মামলা দায়ের করেন। এরপর বিচারক আসামিদের প্রতি সমন জারি করেছিলেন। সমন পেয়ে ব্যবস্থাপনা পরিচালক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। কিন্তু চেয়ারম্যান হারুন অর রশিদ আদালতে হাজির হননি। তাই বাদীপক্ষের আবেদন মতো বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
×