ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল উপনির্র্বাচন

আওয়ামী লীগ প্রার্থী সোহেল হাজারী

প্রকাশিত: ০৮:০৬, ৯ অক্টোবর ২০১৫

আওয়ামী লীগ প্রার্থী সোহেল হাজারী

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১০ নবেম্বর অনুষ্ঠেয় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী। বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস জনকণ্ঠকে এ তথ্য জানান। জানা গেছে, তৃণমূল নেতাদের মতামত ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সোহেল হাজারীকে মনোনয়ন দেয়া হয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) ফারুক খান প্রমুখ। মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশী ১৯ জনের সাক্ষাতকার নেয়া হয়। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা ও জনতা ব্যাংকের পরিচালক আবু নাসের, কালিহাতী উপজেলার সাবেক চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক আনসার আলী প্রমুখ।
×