ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ মুজাহিদের সঙ্গে দেখা করবে পরিবারের সদস্যরা

প্রকাশিত: ০৮:১৭, ৯ অক্টোবর ২০১৫

আজ মুজাহিদের সঙ্গে দেখা করবে পরিবারের সদস্যরা

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন তার পরিবারের সদস্যরা। আজ শুক্রবার বেলা ১১টায় ছোট ছেলে আলী আহমেদ মাবরুরসহ পাঁচজন মুজাহিদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্য এ্যাডভোকেট শিশির মনির। গত ৩০ সেপ্টেম্বর আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপীল মামলারও চূড়ান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সে থেকে দু’জনই আপীল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানাতে ১৫ দিন সময় পাবেন, যা শেষ হবে ১৫ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন জানাবেন বলে জানিয়েছেন দু’জনই।
×