ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে জোড়পূর্বক জমি দখল করে বালু ভরাট

প্রকাশিত: ১৯:১৭, ৯ অক্টোবর ২০১৫

বরিশালে জোড়পূর্বক জমি দখল করে বালু ভরাট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমি দখল করে বালু ভড়াট করেছেন প্রতিপক্ষের লোকজনে। দখলকারীদের বাঁধা দিতে গেলে জমির প্রকৃত মালিককে শারিরিক লাঞ্ছিতসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার দক্ষিন গোবর্দ্ধন গ্রামের। ওই গ্রামের মো. মনিরুজ্জামান অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে তার বসত বাড়িসহ সকল সহায় সম্পত্তি দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে পাশ্ববর্তী নাঠৈ গ্রামের প্রভাবশালী আব্দুর রব, মান্নান, খোকা ও ফনু মিয়া গংরা। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার উল্লেখিত চারজনকে বিবাদি করে জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে ওই জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করিয়েছেন। ওইদিনই থানা পুলিশ সরেজমিনে গিয়ে আদালতের নির্দেশনা জারি করেন। মনিরুজ্জামান আরও অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের প্রভাবশালী ২৫/৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে শুক্রবার সকালে তার ১০শতক জমি নিজেদের দখলে নিতে বালু ভরাটের কাজ শুরু করেন। এসময় তিনি দখলকারীদের বাঁধা দিতে গেলে তাকে শারিরিকভাবে লাঞ্ছিতসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়।
×