ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে মিনি ট্রাক ধর্মঘটের আল্টিমেটাম ॥ তিনদফা

প্রকাশিত: ১৯:১৭, ৯ অক্টোবর ২০১৫

বরিশালে মিনি ট্রাক ধর্মঘটের আল্টিমেটাম ॥ তিনদফা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর টোল কমানো, সিটি টোলে হয়রানী বন্ধ ও অবিলম্বে মিনি ট্রাক টার্মিনাল নির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য একদিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় ১১ সেপ্টেম্বর থেকে বিভাগের ছয় জেলাসহ প্রতিটি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য মিনি ট্রাক ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন বিভাগীয় মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. মজনু চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাদের উল্লেখিত তিনদফা দাবি আজ ১০ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামিকাল ১১ সেপ্টেম্বর থেকে বিভাগের সকল মিনিট্রাক অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। তিনি আরও বলেন, গত ৫ অক্টোবর বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের মিনি ট্রাক শ্রমিকবৃন্দের পক্ষ থেকে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সেতুর টোল বৃদ্ধি এবং সিটি টোলে হয়রানীর প্রতিবাদে সড়ক ও জনপদ বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী এবং সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অদ্যবদি তাদের উল্লেখিত সমস্যার কোন সমাধান করা হয়নি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন শেখ, আবুল কালাম বাদশা, মো. আনিসুর রহমান প্রমুখ।
×