ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুয়াতেমালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৭

প্রকাশিত: ২১:২৯, ৯ অক্টোবর ২০১৫

গুয়াতেমালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৩৭

অনলাইন ডেস্ক ॥ গুয়াতেমালায় উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ভূমিধসে মারা যাওয়া ২৩৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার এক কর্মকর্তা একথা জানান। এক সপ্তাহ আগে গুয়াতেমালার রাজধানীর কাছের একটি গ্রামে ভয়াবহ ওই ভূমিধসের ঘটনাটি ঘটে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি’র খবরে একথা বলা হয়েছে। সান্তা ক্যাটারিনা পিনুলায় ওই ভয়াবহ ঘটনায় এখনও প্রায় ১৫০ লোক নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে পাহাড় থেকে কাদা মাটি ও জঞ্জাল ধসে পড়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত বাড়িগুলোকে চাপা দেয়। পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের নারী মুখপাত্র জুলিয়া ব্যারেরা বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত ২৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দমকল বিভাগের মুখপাত্র জুলিও সানচেজ ঘটনাস্থল থেকে বলেন, উদ্ধার কাজ চলবে। তিনি আরো জানান, উদ্ধার তৎপরতায় বিশেষ প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়েছে। কিন্তু ক্রুরা জানিয়েছেন, এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, তবে তা অলৌকিকের চেয়ে কোন অংশে কম হবে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী এই ঘটনায় একটি তদন্ত শুরু করেছেন।
×