ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মূলপর্বে পর্তুগাল, হারল জার্মানি

প্রকাশিত: ০২:০৩, ১০ অক্টোবর ২০১৫

মূলপর্বে পর্তুগাল, হারল জার্মানি

অনলাইন ডেস্ক ॥ ইউরো ফুটবল ২০১৬ আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। বৃহস্পতিবার রাতে বাছাইপর্বের খেলায় ডেনমার্কের বিপক্ষে ‘অবশ্যই জয়’ পাওয়ার ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছে পর্তুগিজরা। জয়ের নায়ক জোয়াও মাওতিনহো। ম্যাচের ৬৭ মিনিটে গোলটি করেছেন তিনি। এ জয়ে ১৮ পয়েন্ট সংগ্রহ করে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সে অনুষ্ঠিতব্য আসরের মূলপর্বে পা রেখেছেন রোনালদোরা। এদিকে একই রাতে ম্যাচে হেরে মাঠ ছাড়েতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানীকে। স্বাগতিক আইরিশ প্রজাতন্ত্রের কাছে ১-০ গোলে হেরেছে জার্মানরা। যদিও ম্যাচ হারলেও ১৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান দখলে রেখেছে তারা। তবে ১৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পোল্যান্ড ও আইরিশ প্রজাতন্ত্র অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে জার্মানীর জন্য। একই রাতে বাছাইপর্বের অন্য এক ম্যাচে গ্রিসকে ৩-১ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে উত্তর আয়ারল্যান্ড। বাছাইপর্বে আর মাত্র একটি করে ম্যাচ বাকি রয়েছে দলগুলোর।
×