ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হকিতে অচলাবস্থা আগের অবস্থানেই দুই পক্ষ

প্রকাশিত: ০৩:০৬, ১০ অক্টোবর ২০১৫

হকিতে অচলাবস্থা আগের অবস্থানেই দুই পক্ষ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের হকি নিয়ে দুই পক্ষ মাঠের গ্যালারিতে আবার এক হলেও এখনও হয়নি কোন প্রতিকার। এখনও ফেডারেশনের বর্তমান কমিটি নিয়ে অনড় অবস্থানে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ্। পাশাপাশি এই কমিটির অধীনে এবং এ্যাডহক কমিটি ছাড়া কোনভাবেই দলবদলে যেতে রাজি নয় তথাকথিত বিদ্রোহী ক্লাবগুলো। আর খেলোয়াড়দের প্রত্যাশা অন্তত তাদের দিকে তাকিয়ে নমনীয় হবে ফেডারেশন। দেশের হকি অঙ্গনের অস্থিরতা যেন ক্রমশই আরও ঘোলাটে আকার ধারণ করেছে। আসন্ন এসএ গেমসে সামনে রেখে ফেডারেশনকে ১৫ অক্টোবরের মধ্যে ক্যাম্প শুরু করার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। তার ওপর আগামী ১৪ নবেম্বর জুনিয়র এশিয়া কাপের সূচী চূড়ান্ত হওয়ার পরও এখন পর্যন্ত ক্যাম্প শুরু করতে পারেনি ফেডারেশন। সবমিলিয়ে বেশ বেকায়দাতেই আছে তারা। হকি স্টেডিয়ামে খেলা না থাকলেও পাড়া-মহল্লায় খেলে সময় কাটাচ্ছেন খেলোয়াড়রা। ফেডারেশনের কর্তাব্যক্তিদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সেই পাড়া-মহল্লার সংগঠকরাই আয়োজন করছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের! যেখানে ফেডারেশন নিয়ে দুই পক্ষকে পাশাপাশি দেখা গেলেও তারা একে অন্যের সঙ্গে কথা বলা থেকে বিরত ছিলেন! আর, সাংবাদিক পেলেই দুপক্ষই বাজিয়ে যান আগের সেই চিরচেনা ঢোল! অন্যদিকে ভুক্তভোগী অসহায় খেলোয়াড়দের আকুতি ছিল জাতীয় স্বার্থে যেন ফেডারেশন একটু নমনীয় হয়। তবে দলবদলের আগে ক্যাম্পে যোগ না দেয়ার সিদ্ধান্তে এখনও অনঢ় তারা। আগামী দুই-তিন দিনের মধ্যে ওয়ার্কিং কমিটির সভা ডেকে ক্যাম্প শুরু করার ঘোষণা দিয়েছে ফেডারেশন।
×