ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩০, ১০ অক্টোবর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আজিম বাজার গ্রামের বাসিন্দা সামছুল আলমের দু’শিশু সন্তানের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তারা দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাদের মধ্যে খায়রুল ইসলাম পঞ্চম শ্রেণীর এবং জহুরুল ইসলাম চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র। জন্মগতভাবেই এই রোগে আক্রান্ত হয়েছিল শিশু দুটি। চিকিৎসকের পরামর্শে প্রতি তিন মাস পর পর লোকজনের সহযোগিতায় রক্ত দিয়ে শিশু দুটিকে বাঁচিয়ে রেখেছে। একই সঙ্গে চলছে চিকিৎসা। জরুরী ভিত্তিতে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু শিশু দুটির পিতা-মাতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাদের পিতা সামছুল আলম একজন দরিদ্র কৃষক। আর্থিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু দুটির চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাদের অসহায় পিতা-মাতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৪৪৫৫৪৫১৬। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ হায়দার আলী, হিসাব নং ৩৩০০৪৪৩১, সোনালী ব্যাংক, হাতীবান্ধা শাখা, লালমনিরহাট। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×