ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৭তম জাতীয় ক্রিকেট লীগ

তৃতীয় রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ০৫:৫২, ১০ অক্টোবর ২০১৫

তৃতীয় রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ দেশের চার ভেন্যুতে শুরু হচ্ছে চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ড। এ রাউন্ড থেকে দীর্ঘদিন পর খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরার কথা ছিল মাশরাফি বিন মর্তুজার। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তিনি খেলতে পারবেন না। খুলনার জন্য বড় ঘাটতি তৈরি হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছুটিতে চলে যাওয়ায়। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনি ছুটিতে। সাকিব-মাশরাফিকে ছাড়াই এবার তাই নামতে হবে খুলনাকে। নিজেদের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হবে তারা। প্রথম স্তরের অপর ম্যাচে ঢাকার দুই দল ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোপলিস মুখোমুখি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। দ্বিতীয় স্তরেও আছে দুটি ম্যাচ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোকাবেলা করবে বরিশাল বিভাগের। ইতোমধ্যে দুই রাউন্ড শেষে প্রথম স্তরে ঢাকা বিভাগ এক জয় ও ১ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং খুলনা দুই ম্যাচেই ড্র করে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। দুটিই হেরে ঢাকা মেট্রো ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে এবং রংপুর ১ হার ও ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয়। দ্বিতীয় স্তরে রাজশাহী ১ জয় ও ১ ড্র থেকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে। বরিশাল ও সিলেট দুই ম্যাচেই ড্র করলেও ১৮ ও ৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ অবস্থানে। চট্টগ্রামের পয়েন্ট ১০।
×